মিয়ানমারে খাদ্য ও জ্বালানি সংকট

Spread the love

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারে নারী ও শিশু মিলিয়ে এখন অবধি ১৮০ জনের মৃত্যু হয়েছে। রোববার একদিনেই দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জন বিক্ষোভকারীর।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার ঘটনা গত কয়েক সপ্তাহে বেড়েই চলেছে। সোমবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ২০ জনের।

একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, সোমবার মৃতদের অধিকাংশ বিক্ষোভকারী হলেও, এমন অনেকেই প্রাণ হারিয়েছেন, যারা বিক্ষোভে অংশ নেননি। এমনকি ইয়াঙ্গুনে নিরাপত্তাবাহিনীর গুলিতে বাড়ির ভিতরে থাকাকালে মৃত্যু হয়েছে দুই নারীর।

এমন পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্যের দাম মাত্রাছাড়া বৃদ্ধি পেয়েছে, কোনও কোনও জায়গায় ২৫ থেকে ৩০ শতাংশ। সাধারণ মানুষের প্রধান খাবার ভাত বা চালের দাম বিভিন্ন বাজারে ৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published.