পূবাইলে বিল থেকে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

Spread the love

গাজীপুরের পূবাইলে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইছালি এলাকার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম,আলমগীর(২৫)।

সে ময়মনসিংহ জেলার গফরগাও থানার পিয়ংকাপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। আলমগীর ইছালী এলাকায় আবজালের বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করত।

নিহত যুবকের মা মর্জিনা জানান ঈদের আগের দিন থেকে আমার ছেলে বাড়িতে আসে নাই বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোন খবর পাই নাই। পরে মঙ্গলবার(২৭ জুলাই) দুপুরের স্থানীয়রা বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যার পর বিলের পানিতে লাশটি ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

উপ পরিদর্শক(এসআই) জাহাঙ্গীর লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার(অপরাধ)দক্ষিণ ইলতুৎ মিশ ঘটনাস্থল পরিদর্শন করেন পরে সাংবাদিকদের বলেন নিহত যুবক মাদক সেবন করত হত্যার পর লাশটি ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজূর প্রস্তুতি চলছে।