মোস্তাফিজের রাজস্থান
আইপিএলে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভুগতে থাকা দলের নাম সম্ভবত রাজস্থান রয়্যালস। সেটির মাঠের পারফরম্যান্সে যতটা, তার চেয়ে বেশি আনুষঙ্গিক কারণে।
এমনিতেই চোটের চোটপাট ছিল দলে। বেন স্টোকস ও জফরা আর্চার, দলের মূল ভরসাদের মধ্যে দুজন পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তার ওপর আইপিএল ছেড়ে গেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই আর ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনও। ভারতে করোনার ভয়ংকর অবস্থার মধ্যে আইপিএলের আয়োজন যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে লিভিংস্টোন-টাইদের এভাবে আইপিএল ছেড়ে যাওয়ার কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে, এত কড়াকড়িভাবে জৈব সুরক্ষাবলয় মানতে গিয়ে মানসিকভাবে তাঁরা ক্লান্ত।
এমন অবস্থায় রাজস্থান রয়্যালস আর কী করতে পারত? বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানসহ দলে বিদেশিই এখন আছেন শুধু চারজন। মোস্তাফিজের দলটা তাই আইপিএলের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে চিঠি লিখেছে, যাতে তাদের কয়েকজন বিদেশি খেলোয়াড় ধার দেওয়া হয়।