পূবাইলে শিশু ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত আটক
গাজীপুরের পূবাইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল গাজীপুর মহানগরের ৪১নংওয়ার্ডের বসুগাও গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিম শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত তুহিন (১৭)কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শিশুটির বাবা মা বাড়িতে না থাকার সুযোগে শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্ত তুহিন কে ধরে রেখে পূবাইল থানা পুলিশ কে জানায়। এর পর থানা পুলিশ ঘটনা স্থলে এসে অভিযুক্ত কে আটক করে ভিকটিম সহ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আজ দুপুরে আসামীকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।