পৃথিবী জানল এক নতুন জুটির কথা

Spread the love

সপ্তাহখানিক আগে মডেল পলিনা পোরিজকোভা ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর জীবনে একজন নতুন মানুষ এসেছেন। গত মাসে হঠাৎ করেই এই চেক নারীর মুখোমুখি হয় গণমাধ্যম। সেসময় তিনি জানিয়েছিলেন, সঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে তিনি কী কী গুণ প্রত্যাশা করেন।

পলিনা একজন মডেল, অভিনেত্রী ও লেখক। ৫৬ বছর বয়সী এ নারীর জন্ম চেকোস্লোভাকিয়ায়। তিনি সুইডেন ও মার্কিন নাগরিক। আর এখন তিনি মার্কিন লেখক ৫৯ বছর বয়সী অ্যারন সরকিনের প্রেমিকা। গত সন্ধ্যায় পরস্পরকে বাহুডোরে বেঁধে তাঁরা উপস্থিত হয়েছিলেন অস্কার অনুষ্ঠানে। সবাইকে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হলেও, এ জুটি ছিলেন কাছাকাছি, দুজন দুজনের বাহুসংলগ্ন হয়ে। আর হাসি হাসি মুখ নিয়ে উপভোগ করেছেন অস্কার আয়োজন। যদিও অস্কার জয় করতে পারেননি সরকিন।

অ্যারন সরকিন অস্কারে সেরা চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তাঁর গল্পে নির্মিত ছবি ‘দ্য ট্র্যায়াল অব দ্য শিকাগো সেভেন’-এর পরিচালকও ছিলেন তিনি। ১৯৬৮ সালের এক বিচারের রায়ের ঘটনা থেকে প্রাণিত হয়ে লেখা হয় ‘দ্য ট্র্যায়াল অব দ্য শিকাগো সেভেন’ ছবির চিত্রনাট্য। লেখক সরকিনের প্রেমিকা পলিনা চেয়েছিলেন এমন এক পুরুষকে, যিনি তাঁর কথা মন দিয়ে শুনবেন তাঁকে একটা দামি জিনিস বা সুন্দরী নারী হিসেবে না বিবেচনা করে; তিনি কে, সেই বিবেচনায় তাঁকে ভালোবাসবেন। সংবাদমাধ্যমে পলিনা বলেন, ‘পুরুষ দুই রকম। একদল আমি কে, সেটা বিবেচনা করে আমাকে পছন্দ করবে। অন্য দলটি আমার মতো একজন নারীকে সঙ্গী হিসেবে পেয়েই খুশি থাকবে। যদিও এভাবে পুরুষদের পার্থক্য করা কঠিন। তবে কিছু নারী আছেন, তাঁরা সুদর্শন, ক্ষমতাবান আর পয়সাওয়ালা পুরুষ পছন্দ করেন। আমি সব সময় মেধাবী মানুষ পছন্দ করি। আমার কাছে মেধার মতো আকর্ষণীয় আর কিছু নেই।’