মাইক্রো-স্মার্ট লকডাউন জারি

Spread the love

পাকিস্তানে এখন পর্যন্ত ৬,৩৩,৭৪১টি করোনার নমুনা সংগৃহীত হয়েছে। এর মধ্যে ১৩,৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ বলেছেন, ‘করোনা সংক্রমণের হার ১২ শতাংশ বেড়েছে। লাহোর করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। পাঞ্জাব সরকার প্রকাশ্য স্থান, বাজার এবং অন্যান্য কর্মকাণ্ডের জন্য নতুন এসওপি জারি করেছে।’

তিনি আরও বলেন, ‘পাঞ্জাব সরকার করোনার তৃতীয় তরঙ্গ মোকাবেলার জন্য সন্তোষজনক ব্যবস্থা করেছে। নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে।’
পাকিস্তানে করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় পাঞ্জাবের বেশ কয়েকটি বড় শহরে মাইক্রো-স্মার্ট লকডাউন জারি করা হয়েছে। এছাড়াও গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা এবং তানজানিয়াসহ ১২টি দেশ থেকে ভ্রমণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published.