টেকনাফে ইয়াবাসহ আটক ৬
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা, সিএনজি, মোটর সাইকেলসহ ৬ মাদক কারকারীকে আটক করা হয়েছে। উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ দিবাগত গভীর রাতে ইয়াবার একটি বড় চালানসহ ৪ মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। একই সাথে আটক করা হয় সিএনজি চালকসহ অপর ২ জনকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াপাড়ার জনৈক আমানুল্লাহর ছেলে রিদওয়ান নামক এক মাদককারবারী ঢাকার ৪ কারবারীকে মাদকের একটি বড় চালান তুলে দিতে হোয়াইক্যংয়ের নিজ বাড়িতে আসে। তাদের প্রাইভেটকার হোয়াইক্যং রেখে সিএনজি দিয়ে নয়াপাড়া এসে উক্ত মাদক কারবারীরা।
তখন ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে সিএনজি ও মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেয়ার সময় হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি অতিক্রম করার সময় পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে কারবারীরা পুলিশের তল্লাশি পয়েন্ট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় আসামী ১. মো. রিদওয়ান ইসলাম (২০), পিতা. আমানত উল্লাহ সাং- নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২. মোহাম্মদ আজিজুল ইসলাম সোহান (২৫), পিতা- আমিরুল ইসলাম বাবুল, স্থায়ী সাং- সিজিয়ারা, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা, ৩. মোহাম্মদ আলম (২৫), পিতা- আলী হোসেন, সাং- নিতাইগঞ্জ (রানী ভিলা), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ ৪. মোসা- জ্যোতি আক্তার (২১), স্বামী মোহাম্মদ আলম, সাং- নিতাইগঞ্জ(রানী ভিলা), থানা- সদর, জেলা- নারায়ণগঞ্জ ৫. মো- শাহজাহান (২৫), পিতা জাবের আলী, সাং- কানজ্বরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ৬. মো- ইউনুস (১৯), পিতা- মৃত নুর আহাম্মদ, সাং- উত্তর কানজ্বরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারসহ মোট ৬ জনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, তাদের কাছে ৪ হাজার ২শ পিচ ইয়াবা পাওয়া গেছে। তবে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শির বর্ননা মতে ইয়া ছিল ২০ হাজারের চেয়ে বেশী। নয়াপাড়ার হাইওয়ে পুলিশের ওসি একেএম মন্জুরুল হক আকন্দ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সঠিক নয়। মানুষ অনেক কিছু বলবে। উদ্ধারকৃত ইয়াবা ছিল ৪২০০ পিচ। আটক আসামীদের নিয়মিত মামলা রুজু শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।