পাচারের সময় শাল গজারি গাছ জব্দ

Spread the love

টাঙ্গাইলের সখীপুরে পাচারের সময় ২০০ পিস শাল গজারি গাছ জব্দ করেছে স্থানীয় বন কর্মকর্তারা। সোমবার বিকেলে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে ও কয়েকটি বিট কর্মকর্তার সহযোগিতায় এসব গাছ জব্দ করা হয়।

উপজেলার বহেড়াতৈল সদর বিটের জায়েদা মার্কেট এলাকা থেকে গাছ গুলো জব্দ করে এম এম চালা বিট অফিসে রাখা হয়েছে।

রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বহেড়াতৈল সদর বিটের বনবিভাগের জমি থেকে কে বা কারা কয়েক শত শাল গজারি গাছ কেটে রেখে যায়। সংবাদ পেয়ে গাছগুলো জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, গাছগুলো পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এসময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো. এরশাদুল হক, কচুয়া বিট কর্মকর্তা শাহ আহমেদসহ অন্যান্য বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো. এরশাদুল হক বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে প্রায় ২০০ পিস শাল গজারি গাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।