কুমিল্লায় চার হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
কুমিল্লায় চার হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পাবে। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে সোমবার আশ্রয়ণ প্রকল্প ও বস্তিতে গিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। সেখানে গিয়ে তিনি এই তথ্য জানান। তিনি নগরীর ৩৫৫টি সংগ্রামী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
কুমিল্লা নগরীর রাজাপাড়া আবাসন প্রকল্প, নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও কয়েকটি বস্তিতে ৩৫৫টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও মারুফ হাসান প্রমুখ।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, কুমিল্লায় চার হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পাবে। গত তিনদিনে ১১শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছানো হয়েছে। খুব দ্রুত সবার মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেবো। আমাদের প্রস্তুতি আছে, যদি প্রয়োজন হয় উপহার সংখ্যা আরও বাড়ানো হবে।