কিশোরগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জের নিকলী থেকে ২৯০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইলসহ শাহজাহান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতার শাহজাহান নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত জমসেদের ছেলে। সোমবার (২৬ এপ্রিল) বিকালে নিকলী উপজেলার কারপাশা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, একটি মাদক ব্যবসায়ীচক্র কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়ায় সোমবার বিকালে নিকলী উপজেলার কারপাশা বাজারে অভিযান চালায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছে। পরে তাকে মামলা দিয়ে নিকলী থানায় হস্তান্তর করা হয়।