অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। এছাড়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরাইল।

অবরুদ্ধ গাজা উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। বুধবার (৯ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।