নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে ২২ মার্চ, শনিবার জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারের সম্মানে ইফতার মাহফিল ও সাধারণ সভার আয়োজন করেছে মুক্ত গণমাধ্যম মঞ্চ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন।
মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খানের সৃভাপতিত্বে ও মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন, মুক্ত গণমাধ্যম মঞ্চের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, এস এম নাসিম, সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
উক্ত ইফতার আয়োজনে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক পরিবারের সদস্য ও মুক্ত গণমাধ্যম মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন