নোয়াখালী জেলা প্রতিনিধি : নাশকতা মামলায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের জিরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার বেলা ১১টায় নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন