![]() |
ছবিতে আহত সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা সোহেল মাদবর ইনসেটে হামলাকারী আহম্মদ দেওয়ান |
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার পারাগাও এলাকায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের আশুলিয়া ইউনিয়ন কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মাদবর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পারাগাও স্কুলের সামনে পূর্ব শত্রুতার জেরে পারাগাও এলাকার আতিকুল্লা দেওযানের ছেলে আহম্মদ দেওয়ান(৪০) সহ ৪/৫ অজ্ঞত ব্যাক্তি আগ থেকেই উৎপেতে থাকে এ সময় সোহেল মাদবর মোটর সাইকেল যোগে বাসায় যাবার সময় তার মোটর সাইকেলের পথরোধ করে আহম্মদ দেওয়ান সহ ও ৪/৫ লাটি সোটা নিয়ে অর্তকিত হামলা চালায়।
এ সময় তার আত্মাচিৎকারে লোকজন এগিয়ে এলে আহম্মদ দেওয়ান ও তার সঙ্গীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
![]() |
অভিযুক্ত আহম্মদ দেওয়ান |
এলাকাবাসী সূত্রে জানাযায় ২০০৭ সালে ৩৫পিচ গুলি দুটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল সহ র ্যাবের হাতে আটক হয়েছিল আহম্মদ দেওয়ান। এ ছাড়াও এলাকায় প্রভাব বিস্তারের লক্ষে আশুলিয়ার পারাগাওয়ের হাসান আলির ছেলে আকতার কে মেরে জখম করে ও মৃত নিয়ত আলী প্রামনিকের ছেলে নূর মোহাম্মদ প্রমানিক, সাধন মাদবর এর ছেলে সৈয়দ আলী কে মেরে গুরুতর আহত করে এবং নিজ চাচা নাসির দেওয়ানও তার আক্রমণ থেকে রেহাই পায়নি আহম্মদ তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও তার বিরুদ্ধে এলাকার জমি দখল ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন