আশুলিয়া প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার সন্নিকটে আশুলিয়ার বংশী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ২টার দিকে আশুলিয়ার ডগরতলী এলাকায় বংশী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।
নিহত জিহাদ আশুলিয়া ভাদাইল মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলাম এর ছেলে। সে স্থানীয় খাজা গরিবে নেওয়াজ প্রিপেইটরি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলো।
জিহাদ এর স্বজনরা জানান, দুপুরে কয়েকজন বন্ধু মিলে আশুলিয়ার ডগরতলী এলাকার বংশী নদীতে গোসল করতে যায়। গোসল করতে নেমে হঠাত করে তুলিয়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে একটি ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
সাভার ডি ই পি জেড ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে টংগী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিহতের মরদেহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন