নিজস্ব প্রতিনিধি :
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কামাল হোসেনের মাতার ইন্তেকাল।
মরহুমার নাম হাসিনা বেগম, তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন। রবিবার বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এর আগে গতপরশু স্ট্রোক জনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থার অবনতি হতে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়,অবশেষে আজ বিকেল ৫টায় সব চেষ্টা কে ব্যার্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় আজ(রবিবার) রাত সোয়া ৯টার দিকে মরহুমার প্রথম জানাযার পর খুলনার দীঘলিয়ার উদেশ্য নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল সকাল ১০টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে আশুলিয়া সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন