নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় ইন্সুরেন্স কোম্পানি  গুলোকে একত্রীকরণে লক্ষে কাজ শুরু করেছে ইন্সুরেন্স  কোম্পানি গুলোর ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তারা  ।

গতকাল রাতে আশুলিয়ার ইপিজেডের ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টারের তৃতীয় তলায় বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের জিএম কাওসার হোসাইন এর নেতৃত্বে আশুলিয়া ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন গঠিত হয়।



এসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর নাসিম আহমেদ কে দায়িত্ব অর্পণ করা হয় এছাড়াও যুগ্ন সচিব পদে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের কাওসার হোসাইন কে নির্বাচিত করেন অন্যান্য ইন্স্যুরেন্সের ইনচার্জ বৃন্দ। 

উল্লেখ্য আগামী পহেলা মার্চ বীমা দিবস কে কেন্দ্র করে, বীমা দিবস উদযাপনের বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্যদের বিস্তর আলোচনা হয় সম্মিলিতভাবে তারা এবারের কার্যক্রম সম্পন্ন করবেন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাইম লাইফ ইন্সুরেন্সের মোঃ ফারুক,  সোনালী লাইফ ইন্সুরেন্সের মোহাম্মদ জিসান, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের মোঃ নজরুল ইসলাম, সানলাইফ ইন্সুরেন্সের মিলন মিয়া,  মার্কেন্টাইল ইন্সুরেন্সের দেলোয়ার হোসেন এবং সোহরাব হোসেন,  বেঙ্গল লাইফ ইন্সুরেন্স এর রাশেদুল ইসলাম,প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সাইফুল ইসলাম ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের মোহাম্মদ ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।