নিজস্ব প্রতিনিধি :

সেচ্চায় দলীয় পদ থেকে অব্যাহতি নিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ ভূঁইয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়ায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে অব্যাহতির কারণ বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলনে সুমন ভূঁইয়া বলেন, ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছি। 

আমার বাবার মৃত্যু পর আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ফলে আমার এখন দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।

এ সময় তিনি কান্নারত অবস্থায় বলেন, যত দিন বেঁচে থাকবে, ততদিন হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবো।

জানাযায় আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান তার বাবা সৈয়দ আহমেদ ভূইয়া গত ২৭ শে অক্টোবর মৃত্যু বরণ করার কারণে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদের আসনটি শূণ্য হয় আর সেই পদে আ.লীগের দলীও মনোনায়ন না পেয়ে এলাকাবাসী ও তার পিতার ওয়াদাকৃত কাজ গুলো সম্পাদনের উদ্দেশ্য উপনির্বাচনে তিনি   স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করবেন।

আগামী ২৯ ডিসেম্বর উপনির্বাচনের অত্র ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 উল্লেখ্য এর আগে, তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত দিয়েছেন।