মৌলভী বাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছাচাপায় বিক্রমজিৎ বর্ধন (৫০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে তিনি মৌলভীবাজার থেকে মোটরসাইকেলযোগে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশ থেকে গাছ পড়ে তিনি নিহত হয়েছেন।
তিনি উপজেলার ভাড়াউড়া চা বাগানের ধীরেন্দ্র বৈদ্যের ছেলে। তিনি বাংলা টিভির প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিক্রমজিৎ বর্ধন ছেলে জয় বর্ধনকে নিয়ে মোটরসাইকেলযোগে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রাস্তার পাশের গাছ চোরেরা কাটছিল। এ সময় একটি গাছ সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধনের উপর পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার ছেলে জয় বর্ধন আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াসিনুল হক জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন