নিজস্ব প্রতিবেদক  : সাভারে কৃষক লীগ নেতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেলে, সাভার উপজেলা হলরুমে ঢাকা জেলা কৃষক লীগের উদ্যোগে ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এর অকাল মৃত্যুতে শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব মোঃ আহসান হাবিব এর সঞ্চালনায় ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহবায়ক মোঃ মহসিন করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ , আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন,ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান সাকিক, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম সিদ্দিকী হক, ঢাকা জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক বেপারি আল-মামুন, সাভার পৌর কৃষক লীগে সভাপতি আয়নাল হক গেদু,

ঢাকা জেলা কৃষক লীগের  সদস্য আব্দুল মতিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা  সায়েম মোল্লা, আশুলিয়া থানা কৃষক লীগের আহবায়ক আনোয়ার হোসেন আনু,  সাভার থানা কৃষক লীগের আহবায়ক শাজাহান সিরাজ, আশুলিয়া থানা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক  মোঃ কবির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী বৃন্দ। 

সভায় আগত নেতৃবৃন্দগন মরহুম হারুন অর রশিদের রাজনৈতিক জীনের নানা অবদান নিয়ে আলোচনা করেন।  এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।