ধামরাই( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কুশুরা ইউ পির অন্তর্গত বোচারবাড়ী (বান্নল )গ্রামে দেলোয়ার হোসেন ওরফে দিদার (৬৮) বৎসর বুধবার সকাল আনুমানিক ১০•৩০/ঘটিকার সময় পালক পুএ (৪৩) বৎসর বয়সের সোহেলের শাবলের আঘাতে খুন পিতা। ধামরাই থানার পুলিশ খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে হত্যা কারী সোহেল (৪৩ ) স্ত্রী সোনিয়া সহ জনতার হাতে আটক করে। পিতা মৃত মাইনুদ্দিন মুন্সী, সাং মাকড়খোলা, থানা ধামরাই,পালক পিতা মৃত দেলোয়ার হোসেন ওরফে (দিদার)১৯৮০ ইং সালে পোষ্য পুত্র কে ষ্টাম করে পালক আনেন।পোষ্য পুত্রকে ছোটবেলা থেকেই অতি যত্ন সহকারে লালন পালন করে বিবাহ করিয়ে বাড়ি করার জন্য জমিও দিয়েছেন পালিত পিতা। শান্তি পূর্নভাবে বসবাস করা অবস্থায় বিগত তারিখে ঝড়ে ঘর ভেংগে যায়।
ঝরে ভেংগে যাওয়া ঘরটি আজকে মেরামতের জন্য কাজ করছিলেন। সরেজমিনে এলাকায় যেয়ে দেখা যায় হত্যাকারী সোহেল আগের জায়গায় ঘরটি না উঠিয়ে পাড়ার সকল লোকের চলা সাজরে আঘাত করলে দিদার আলী মাটিতে লুটিয়া পড়ে মৃত্যু বরণ করেন ।
দিদার আলীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হইয়াছে।
এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন