সাভার প্রতিনিধি : দায়িত্বভার গ্রহনের পর থেকেই নির্বাচনী ইশতেহারে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সাভার উপজেলাধীন আমিনবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রকিব আহম্মেদ । ৩১ শে জানুয়ারি ২০২২ইং চার্জ গ্রহনের পর থেকেই নিরলসভাবে দিনরাত একাকার করে কাজ যাচ্ছেন চেয়ারম্যান রকিব আহম্মেদ । পিছিয়ে পরা আমিনবাজারকে সামনে এগিয়ে নিতে ও আমিনবাজার বাসীকে আলোর মুখ দেখাতে তার কোনো চেষ্টার ত্রুটি নেই । বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত এই চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমিনবাজার ইউনিয়ন আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী ও সুসম্পন্ন করে আমিনবাজারের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার পাশাপাশি শোষনমুক্ত, হয়রানিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও অবৈধ দখলদারমুক্ত আমিনবাজার গড়তে রকিব আহম্মেদ বদ্ধপরিকর । সুফলও পেতে শুরু করেছে আমিনবাজারবাসী, আশার প্রতিফলনও ঘটছে এরই মধ্যে । তাঁরই ধারাবাহিকতায় অধ্য ১১ই মার্চ ২০২২ইং (শুক্রবার) বিকেলে আমিনবাজার থেকে মিরপুর গামী লেগুনা মালিক শ্রমিকদের সাথে বসে আলোচনাসাপেক্ষে লেগুনার বিভিন্ন স্তরের চাঁদা কমিয়ে ভাড়া ২০ থেকে টাকা কমিয়ে ১৫ টাকা নির্ধারন হয় । যাতে আমিনবাজারবাসী সহজেই লেগুনায় যাতায়াত ও এর সুবিধা ভোগ করতে পারে । শুধু তাই নয়, দায়িত্ব গ্রহনের পর থেকেই জনাব রকিব আহম্মেদ ইতোমধ্যেই আমিনবাজারের মরিচারটেক উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাটের কাজ সম্পন্ন করার পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়ক থেকে শিবপুর ব্রীজ পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই এর কাজ সম্পন্ন করেছেন । ঢাকা আরিচা মহাসড়ক থেকে দেওয়ানবাড়ী এলাকার শেষ সীমানা পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন করেছেন , আমিনবাজার পুলিশ ফাঁড়ি থেকে বড়দেশী পূর্ব পাড়া মসজিদ পর্যন্ত রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা বর্তমানে চলমান । এছাড়াও ডিপুরটেক হতে সালেপুরের খাল পর্যন্ত পয়ঃনিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান জনাব রকিব আহম্মেদ ।