হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস এর চারদিন ব্যাপী ২টি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহষ্পতিবার রাতে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন কৌশল কোর্স এবং বেসিক ফটোগ্রাফী কোর্স শুরু হয়েছে। প্রধান অতিতী হিসেবে উপস্থিত থেকে কোর্স দু’টি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)কাজী নাজমুল হক।জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও বিপণন) সাংবাদিক মীর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ সত্য রঞ্জন বর্মন, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক(জনসংযোগ ও বিপণন)এএইচ এম শামসুল আযাদ, আলিয়ঁস ফ্রসেজের ফঠোগ্রাফী প্রশিক্ষক মজিবুর রহমান খঁান ও নিউজ প্রেজেন্টার এম আলমগীর।কোর্সে দুটিতে সারাদেশের প্রায় একশত রোভার স্কাউট, এ্যাডাল্ট লিডার এবং ১৬জন প্রশিক্ষক যোগদান করেন।বাংলাদেশ স্কাউটসের জন সংযোগ কর্মকর্তা এএইচএম শাসুল আযাদ জানান, ৩০ জানুয়ারী প্রশিক্ষণ কোর্স দুটি শেষ হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন