বরিশালে প্রাইভেটকারের তেলের ট্যাংকি থেকে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকা থেকে ফেনসিডিল জব্দ ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর বিশ্বাসপাড়া ২ নম্বর ওয়ার্ডের পাকা ইউনিয়নের বেনজির বিশ্বাস (৪০), শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম বাবু (৩৫), সদর থানার ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন্ড কম্পাউন্ডের বাসিন্দা মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু (৪৫) এবং বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মিয়াবাড়ীর মাইনুদ্দিন মিয়া (৪৫)।
আজ রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রামপট্রি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার চেকপোস্টের কাছে পৌঁছালে থামানো হয়। এ সময় পুলিশের কাছে অসংলগ্ন কথা বলে প্রাইভেটকারে থাকা আরোহীরা। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে তেলের ট্যাংকির মধ্যে বিশেষ কৌশলে রাখা ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চার মাদককারবারী জানায়, তারা সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল এনে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রয় করত এবং এদের কাজে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয় মিডিয়া সেল থেকে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন