মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের দৌলতপুর উপ‌জেলার জিয়নপুর ও চরকাটারী ইউ‌নিয়‌নে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে প্রধানমন্ত্রীর উপহার ত্রান সামগ্রী ‌বিতরণ করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলার বি‌ভিন্ন অঞ্চ‌লে  বন্যা ভয়ংকর আকার ধারণ করলে বন‌্যা ও নদী ভাঙনে কব‌লিত হত দ‌রিদ্র প‌রিবারগু‌লো চরম দূ‌র্ভো‌গে প‌ড়ে। ক্ষতিগ্রস্ত এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আজ বুধবার  বিকাল তিন টার দি‌কে ট্রলা‌রে ক‌রে ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে পৌ‌ছে দেওয়া হয় ত্রান সামগ্রী।  ত্রা‌নের তা‌লিকায় ছিল চাল, ডাল, তেল ও চি‌নি। 

দুপুর সাড়ে ১১টায় নাগেপাড়া ইউনিয়নে এই ত্রাণ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণে  উপস্থিত ছিলেন মানিকগঞ্জের  ডিডিএলজি(উপ-সচিব) মো: শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ রবিন মিয়া, জিয়নপুর ইউপি চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন, চরকাটারী ইউপি চেয়ারম্যান বারেক মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, ইনকিলাবের সাংবা‌দিক মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: শাহ আলম,  মৎস‍্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, এশিয়ান টিভি  সাংবাদিক রেজাউল করিম, ইউপি সদস্য রমজান আলী ও ফজলু মিয়া  প্রমুখ