ছবির ইনসেটে মরহুমের ছবি

নিজস্ব প্রতিনিধি : সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা কমিটির সাংঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খানের পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার হয়েছিল ৯০ বছর।

রোববার (০৮ আগস্ট) ভোরে আশুলিয়ার উত্তর গাজিরচটের খানবাড়ির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।

পরে বাদ জোহর আশুলিয়ার উত্তর গাজিরচট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সামাহিত করা হয়।

। তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। রোববার (০৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা কমিটির দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় জানানো হয়, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খানের পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অন্যদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ন-আহবায়ক  ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় জানাযায় অংশ গ্রহন করেন,আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ন-আহবায়ক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আ.লীগ এবং অন্যানো অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।