কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোবাইলে এসএমএস না পেলেও দেওয়া হবে ২য় ডোজ এস্ট্রোজেন টিকা। এছাড়াও অন্য টিকার ডোজ চলমান থাকবে বলেও জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের আর্বিভাবের পর স্থবির হয়ে পড়েছে দেশের মানুষ। প্রথম দিকে আগ্রহ না হলেও পরে জেলা-উপজেলায় পড়েছে টিকা দেওয়ার দুম। এ ধারাবাহিকতায় এ পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় মোট ১ লাখ ১৮ হাজার ৫৪৬ জন রেজিষ্টেশন করেছে। এর মধ্যে প্রথম ধাপে ৪০ হাজার ৬২০ জন ১ম ডোজ ও ২য় ধাপে ১৮ হাজার ১১৯ জন টিকা নিয়েছেন। টিকা নেওয়ার অপেক্ষায় আছেন ৭৭ হাজার ৯১৬ জন। পর্যায়ক্রমে তাদের টিকা সম্পূর্ণ করা হবে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এস্ট্রোজেন ভ্যাক্সিন ১ম ডোজ দেওয়ার পর ২য় ডোজের টিকা না পেয়ে দীর্ঘদিন বন্ধ ছিল। এরপর ওই টিকা এলে আবারও এস্ট্রোজেন ২য় ডোজ দেওয়া হচ্ছে। অন্য টিকাও চলমান থাকবে। তবে যারা এস্ট্রোজেন টিকার ২য় ডোজের এসএমএস না পাবে, তাদেরও দেওয়া হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন