হুমায়ুনকবির,কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব কার্যালয়ে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, গাজীপুর জেলা পরিষদের সদস্য নাছির সরকার, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ আলীমসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার আটাবহ ইউনিয়ন আাওয়ামীলীগের সাধারন সম্পাদক কে.এম ইব্রাহিম খালিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন, যুবলীগনেতা আবুল কালাম আজাদ, আটাবহ ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজনু দেওয়ানসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও কালিয়াকৈর প্রেসক্লাবের সকল মিডিয়ার সাংবাদিকরা। পরে কালিয়াকৈর প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন