আশুলিয়া প্রতিনিধি : পুরাতন বর্ষ গত হয়ে শুরু হচ্ছে ২০২১ সালের ।আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার আর নিকষকালো মহামারির হিসেব-নিকাশ কে পেছনে ফেলে নতুন বছরকে বরণ ও আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড তথা ভাদাইল পবনারটেক ও শ্রীপুরসহ দেশবাসি কে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানালেন ভাদাইল এলাকার ঐতিহ্যবাহী পরিবারের মরহুম হাসেম সাহেবের সুযোগ্য সন্তান তারুণ্যদিপ্ত সৎ কর্মট পরোপকারী জনহিতৈষী জনবান্ধব আসহায় মানুষের অকৃত্রিম বন্ধু  আগামী দিনে অত্র ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর আলী সজীব। 

গণ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় জনাব ওমর আলী সজীব বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার কবিতায় লিখেছেন,, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত।’ আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। আমি প্রত্যাশাকরি নতুন বছরের আগামীদিন গুলোতে আমরা মহামারি করোনা ভাইরাস মুক্ত হয়ে আবার স্বভাবিক জীবনযাপন করতে পারবো। আমরা আমাদের জীবনের সুন্দর মুহুর্তগুলো পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে কাটাতে পারবো। আর আগামীদিনে  আমি স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড তথা ভাদাইল পবনারটেক ও শ্রীপুরে বসবাসরতদের সেবা করতে চাই। আমি শুধু মাত্র অাপনাদের একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই।

আপনারা যাতে আপনদের পরিবার পরিজন নিয়ে যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন আমি সেই লক্ষে কাজ করে যেতে চাই। 

আশা করি আপনারা আমাকে আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আমার পাশে থাবেন ।

ইংরেজী নববর্ষ ২০২১ইং আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল সুখময বার্তা।